[caption id="attachment_1234" align="alignleft" width="296"] Poet: Baluta Claudia[/caption]
আমি তোমাকে আমার আত্মার মহিমায় ভালবাসি,
স্বপ্নের সাগর ভেদ করে তুমি তারার কাছে পৌঁছাও!
তুমি আমাকে স্পর্শ করলে জীবনকে রংধনু মনে হয়,
তুমি আমার হৃদয়ের এক বিশুদ্ধ অলৌকিক সীমানা!
তুমি পরম অন্ধকারে আমার আশার প্রদীপ জ্বালাও!
এবং বসন্তের মতো আমার ভালবাসার পুনর্জন্ম হয়।
অতীতে একদিনও ফিরে যাব না,
কারণ আমি মনে মনে ভয় পাই সে তোমাকে চিনবে না!
তোমার থেকে দূরে আমি আমার জীবন!
আর নির্জন রাত আমার কাছে চাঁদের মত লাগে...
যখন তুমি হাসতে দেখাবে, তুমি আমার সকাল
আর শুধু স্বপ্ন দেখছি, যন্ত্রণা সারবে আমার!
তুমি আমার প্রাণে শীতল বৃষ্টির মতো!
কিন্তু ঝকঝকে তারার মাঝে তুমি জ্বলে উঠো...
তোমার শিরা-উপশিরায় বয়ে চলা পাগল প্রেম,
পোখরাজের চোখ জরির উপর বিদ্ধ হয়
আমার স্পন্দিত স্তন ছুঁইয়ে তুমি আমাকে উষ্ণ করে দাও,
তুমি জ্বলন্ত বাসনা, তুমি আমার চুমুর উষ্ণ কফি লজেন্স।
তোমার মাংসল ঠোঁট আমাকে তরিৎ চমকে তাড়া করে।
আমি তোমাকে আমার আত্মার জাঁকজমকে ভালোবাসি।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved