মুসলিম উম্মাহর দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদুল ফিতর।
এই উপলক্ষে আমাদের সকল পাঠক লেখক শুভানুধ্যায়ীদের জানাই ঈদ মোবারক।
ঈদ সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সবাইকে, ঈদ বরকতময় মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ আনন্দ আয়োজনের অনুমতি।
ঈদের আনন্দ সার্বজনীন করে তুলতে আমাদের দায়িত্ব কর্তব্য সদকাতুল ফিতর গুরুত্বের সাথে আদায় করা, এবং অন্যান্য সকল উপায়ে অসহায় এতিম দুস্থ অসচ্ছল অভাবী মানুষের সাহয্যে এগিয়ে আসা। আমরা যেন এই মহান আদর্শ ভুলে কখনো একাকী আত্মিক আনন্দভোগে মত্ত না হই।
ঈদের তাৎপর্যপূর্ণ ভূমিকা হচ্ছে অসচ্ছল মানুষের প্রতি সচ্ছল মানুষের সহযোগিতার হাত প্রসারিত করা। তবেই ঈদ সমতা আর মমতায় ভরে উঠবে।
সর্বোপরি ঈদ সকলের জন্য আনন্দময় হোক আমাদের এটিই আন্তরিক প্রত্যাশা-আমীন।
আবারো সবাইকে ঈদ মোবারক।
---সম্পাদক।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved