আমাদের স্থানীয় প্রতিনিধি জানান,
সুনামগঞ্জ জেলাধীন, জগন্নাথপুর উপজেলার, আশারকান্দি ইউনিয়নের, জামালপুর খান বাড়িতে, একটি সিএনজিচালিত গাড়ির গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে, অগ্নিকাণ্ডের কারণে গাড়িটি সম্পুর্ন ভস্মীভূত ও পার্শ্ববর্তী একটি বাংলো ঘর আংশিক পুড়ে যায়।
স্থানীয় যুবকরা দীর্ঘ আধাঘণ্টা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমাদের স্থানীয় প্রতিনিধি তাৎক্ষণিক বিদ্যূৎ সিস্টেমের অফিসে ফোন করে অবগত করায় বিদ্যূৎ বন্ধ করা হয়। এতে শর্টশার্কিটের বড় ধরনের ঝুঁকি থেকে ঘটনাস্থলের বাড়িঘর রক্ষা পায়।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved