সাংবাদিকদের নিয়ে গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিআরএ কার্যালয়ে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (সিআরএ) সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এত প্রধান অতিথির বক্তব্য রাখেন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (ট্র্যাব ) এর মুখপাত্র ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবু আবিদ।
প্রধান আলোচক দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসান আল মামুন।
প্রধান বক্তা চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন'র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। বিশেষ অতিথি ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শহীদুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন'র সহ সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ, মো: রাশেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সহ দপ্তর সম্পাদক মো: রবিউল হোসেন, সহ প্রচার সম্পাদক এম. আর মিলন সহ সিআরএ নেতৃবৃন্ধ ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় কোন ভেদাভেদ থাকতে পারে না। সকল সাংবাদিকদের একত্রিত হয়ে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে হবে। বর্তমানে বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর আক্রমণ,হামলা মামলা আর নির্যাতন বেড়ে গেছে, এটা চলতে দেয়া যায় না। এক্ষেত্রে শুধু প্রতিবাদ জানিয়ে চুপ থাকাও একটা অন্যায়। যারা সাংবাদিকদের লেখুনি আর প্রচারে বাঁধা গ্রস্থ করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল সাংবাদিক একত্রিত হয়ে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
পরে এ যাবৎকালে নির্যাতিত ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিকদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved