মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে, Pencraft (কলমের কারুকাজ) সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে, মহান ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
১৯৫২ সালের এই দিনে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া (উর্দুই হবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের) একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণা মেনে নিতে পারেনি পূর্ব পাকিস্তানের বাংলাভাষী (বর্তমানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বর্তমান বাংলাদেশের) জনগোষ্ঠী। তাঁরা প্রতিবাদ মিছিল বের করেন, রাজপথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও আপামর জনগণ।
পশ্চিমা শাসকগোষ্ঠীর নির্দেশে মিছিলে গুলি চালায় পুলিশ, গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাম, বরকত, রফিক, জব্বার, সহ নাম না জানা আরো অনেকেই।
আন্দোলনের মুখে পাকিস্তানের শাসকগোষ্ঠী দাবি মানতে বাধ্য হয়।
এভাবেই বিভিন্ন দাবি দাওয়ার অসম বন্টনের কারণে পূর্ব পাকিস্তানের জনমনে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে ১৯৬৯ এ এই অসন্তোষ গণ আন্দোলনের রূপ নেয়।
১৯৭১ ২৬শে মার্চ বাঙালির নিজেদের স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়ে এরপর চুড়ান্ত পর্বে অনুষ্ঠিত হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম।
অতঃপর মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ই ডিসেম্বর ১৯৭১ এ পরাজয় বরণ করে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী।
জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।