১.
গতির নিয়মে ভাবাবেগে ভাসতে ভাসতে
আলোকিত মন্ডলে প্রবেশ করে,
আলোর ছটায় চোখ রেখে,
এগিয়ে চলে ফুরফুরে বাতাসে মন উড়ে চলে দূরে।
নিয়েছি হাতের মুঠোয় সকালের আলো ছড়িয়ে দেব চরাচরে।
আলো ছড়াবো ভালো পড়াবো।
আলো দেব আলো নেব।
২.
বিশ্বাসে চলি আমরা বিশ্বাসে খাই,
বিশ্বাসে আচাই বিশ্বাসে চমকাই।
বিশ্বাসে উপরওয়ালাকে ডাকা,
ঈদের প্রার্থনা, ঈদের আলো পাওয়া,
আলোয় আলোকিত জীবনের প্রতিজ্ঞাবদ্ধ থাকা।
ঈদের আলোয় সুখ তৈরী হবে, মানসিকতায় বহে ফুরফুরে হাওয়া।
দুর্গম পথ সুগম হবে,প্রফুল্ল মনে থাকবে দিশা,
ঘোচায় মনের দুঃখ, অন্ধকার ঘুচে যাক ,যাগ রোগ যথা,
শক্তি জোগায় দ্বীপ্ত হতে গাঁথবে চমকের প্রারম্ভিকতা,
দাম্ভিকতাহীন জীবন জোয়ারে ভাসতে জোগায় অনুপ্রেরণা।
ঈদের আলো মনে তৈরী করে আলোর আশা।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved