পয়লা বৈশাখ
এসো হে বৈশাখ এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে মুমুর্ষুরে দাও উড়ায়ে।
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক,
যাক পূরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রু বাষ্প সুদূরে মিলাক।
—–রবীন্দ্রনাথ ঠাকুর।
আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বাংলা শুভ নববর্ষ।
এই উপলক্ষে আমরা, Pencraft (কলমের কারুকাজ) এর সকল পাঠক, লেখক, শুভানুধ্যায়ী সহ দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা।
যা কিছু পুরাতন ভগ্ন জীর্ণশীর্ণ তা উড়িয়ে গুড়িয়ে দিয়ে বাংলার প্রকৃতিকে এক নবতর সাজে সজ্জিত করার মাস বৈশাখ। প্রকৃতিতে চিরুনি অভিযান চালানোর মাস বৈশাখ তাই এত গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি কথা সাহিত্যিকদের রমনায় বৈশাখ মাস এক চিরায়ত অনুষঙ্গ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিভিন্ন কবিতা ও গানে বৈশাখের রূদ্র ও মনোরম রূপকল্পের বাণী বন্দনা করেছেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষশেষে কিভাবে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে, নতুন বছরের যাত্রা শুরু করতে হয় তাও অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় লিখেছেন তাঁর কবিতায়:
*নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন অপরাধ যত।
পরিশেষে নতুন বছর আমাদের সকলের জন্য, শুভ ও মঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসুক এই শুভকামনা।
দয়াময় সৃষ্টি কর্তা আমাদের সকলের সহায় হোন।