দোহারে গৃহবধুর আত্মহত্যা
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের মেঘুলা গোদাবাড়ি এলাকায় সোনালী রানী রাজবংশী (১৯) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সারে আটটার দিকে এঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্বামী শ্রীকৃষ্ণ রাজবংশী (২৫) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সোনালী রানী রাজবংশীকে তার স্বামীসহ শশুরবাড়ির লোকজন মানষিক ও শারীরিক নির্যাতন করতেন। এছাড়া তার স্বামী শ্রীকৃষ্ণ তাকে বারবার মরতে বলতেন। একপর্যায়ে এমন অত্যাচার সহ্য করতে না পেরে সোমবার রাত আনুমানিক সারে আটটার দিকে ঘরের দরজা বন্ধ করে ফাঁশি দেয় সোনালী। রাত সারে নয়টার দিকে তার স্বামী ঘরের দরজা বন্ধ দেখে সোনালীকে ডাকাডাকি করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে সোনালীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মা সাধনা রাজবংশী বাদী হয়ে দোহার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন।
দোহার থানা ওসি রেজাউল করিম বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।